ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান ২৩ জানুয়ারি (সোমবার) উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে তাসখন্দ সফরে যান। ইকোর ২৬ তম বৈঠকে অংশ নিতেই একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দল নিয়ে তিনি ওই সফর করেন।
বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আব্দুল্লাহিয়ানের উজবেকিস্তান সফরের অর্জন নিয়ে আজ একটি সংবাদ সম্মেলন হয়েছে। ওই সম্মেলনে তিনি বলেছেন: অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ইকো'র পররাষ্ট্রমন্ত্রীরা প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকি সমন্বয় কেন্দ্র সনদে স্বাক্ষর করেছে।
আবদুল্লাহিয়ান আরও বলেন, ইকো'র অর্থনৈতিক ও বাণিজ্যিক দিকটিকে তাসখন্দ বৈঠকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। মন্ত্রীদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম ট্রানজিট রুটের উন্নয়ন। এইসব ট্রানজিট রুটের ব্যাপারে ইরান এবং অন্যান্য সদস্য দেশগুলোর অবস্থানের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজ তেহরানের উদ্দেশে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ ত্যাগ করেছেন।
অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা ইকো হলো একটি আঞ্চলিক সংস্থা। ১৯৮৫ সালে ইরান, পাকিস্তান এবং তুরস্ক নিজেদের মধ্যে অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে ইকো প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে আফগানিস্তান, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান মিলে ইকো'র সদস্য দেশ ১০টি।#
342/